Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

তারা জিহাদের নামে কিসের দিকে ডাকে !?

Share On :

 

”س: أحسن الله إليكم لي ولدٌ ألح علي عدة مرات يقول سأذهب للجهاد فهل أسمح له أم لا؟“ ج: ”هذا الذي قلناه لكم أحفظوا أولادكم هم يسمونه جهاد لأجل يرغبون الناس فيه ويأتون بآيات الجهاد وأحاديث الجهاد يرغبون الناس فيه ، وهو ماهو جهاد ، ماهو جهاد ، هو تجنيدٌ ضدكم ، أنتم رأيتم هذا ما يحتاج.. رأيتم هذا الجهاد ماهو .. أنه في نحوركم هذا الجهاد الذي يريدون ، يريدون أن يجندوا أولادكم في نحوركم ويكونون هم في راحة يشغلونكم بأولادكم هذا الذي يريدون ، فلا تترك ولدك يذهب مع أناس لا تعرفهم ولا تعرف عقيدتهم ولا تعرف منهجهم لا تتركه أبداً أنت المسئول عن ولدك.“

 

শাইখ সালিহ আল-ফাওযানকে (হাফিযাহুল্লাহ) প্রশ্ন করা হয়েছিল

প্রশ্নকারী :

 

‘ আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন। আমার একটা ছেলে আছে, সে আমার কাছে বেশ কয়েকবার পীড়াপীড়ি করেছে। সে বলছে “আমি জিহাদে যাব”। আমি কি তাকে অনুমতি দিব ? নাকি না ? ’

 

শাইখের উত্তর : ‘এটাই আপনাদেরকে আমরা বলেছি যে, আপনারা নিজেদের সন্তানদেরকে হেফাজত করুন। তারা এর নাম দেয় জিহাদ যাতে করে মানুষ এর প্রতি আগ্রহী হয়। আর তারা জনসাধারণকে আগ্রহী করতে জিহাদের আয়াত ও হাদীসগুলো শোনায়। কিন্তু তা জিহাদ নয়, এটা জিহাদ নয়। বরং এটা তো আপনাদের বিরুদ্ধে সৈন্য সমাবেশ। আপনারা তো তা দেখেছেনই। আপনাদেরকে তা জানানোর প্রয়োজন নেই। আর আপনারা এও দেখেছেন যে, তা কী ধরনের জিহাদ! এই জিহাদ তো আপনাদের বিরুদ্ধে, তারা আপনাদের সন্তানদেরকে আপনাদেরই বিরুদ্ধে লাগাতে চায়। আর নিজেরা আরামে থাকতে চায়। তারা আপনাদের সন্তানদেরকে দিয়ে আপনাদের ব‍্যস্ত রাখতে চায়।

 

অতএব আপনার সন্তানকে এমন লোকদের সাথে যেতে দিয়েন না, যাকে আপনি চিনেন না, এবং যাদের আক্বীদাহ্ ও মানহাজ কী তাও জানেন না। কখনোই তাদেরকে ছেড়ে দিয়েন না। আপনি আপনার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল।’

Source:

معالي الشيخ د. صالح الفوزان في توجيه مهم ومختصر : احفظوا أبناءكم من دعوات الجهاد المزعومة

Recommended Readings

Support The Da'wah in Bangladesh

May Allāh Bless You

%d bloggers like this: